বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অবৈধভাবে বাস রুটে টোটো চলাচল করার প্রতিবাদে জেলার সমস্ত বেসরকারি বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি বাস ওনার্স এসোসিয়েশনের।আজ বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান বাস মালিকরা। এদিন দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক পরিবহন (আরটিও) দপ্তরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন তারা। বালুরঘাট মোটর ওনার্স ও দক্ষিণ দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি স্বল্প পাল্লার রুটে বাস চলাচলে রাস্তায় অবৈধভাবে টোটো চলাচল করছে। ফলে যাত্রী হচ্ছে না বাসে। দুর পাল্লার ক্ষেত্রেও সরকারি বাসের সাথে প্রতিযোগিতার সন্মুখীন হতে হচ্ছে। কারণ সরকারি বাস নিয়মিত সময়সূচি মেনে চলাচল করছে না। যাত্রী না হওয়ায় বাস মালিকদের আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। এর সুরাহা না হলে, পরবর্তীতে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করতে বাধ্য হবে বাস মালিকেরা।
মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, টোটো চলাচলে কোন নিয়ন্ত্রণ নেই পরিবহন দপ্তরের। পকেট রুট ছাড়াও বাস রুটে নিয়ন্ত্রণহীন ভাবে টোটো চলাচল করছে। এর ফলে একদিকে যেমন বাস রুট গুলি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস মালিকেরা। এমনিতেই তেলের দাম বৃদ্ধি, ভাড়া না বাড়ানো সহ বিভিন্ন কারণে আর্থিক ক্ষতি হচ্ছিল। তার উপরে, বাস রুটে অনিয়ন্ত্রিত টোটো চলাচলে আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে অনিয়ন্ত্রিত টোটো চলাচল বন্ধের দাবিতে এদিন থেকে স্বল্প পাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকেরা। ঘটনার সুরাহা না হলে আগামীতে বাস চলাচল বন্ধ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন বাস মালিকেরা।