চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন।

0
119

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০শে আগস্ট অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে একটি বেসরকারি আবাসনে সাড়ম্বরে পালিত হল জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস, এদিন চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ২০২২ এর সকল অভিক্ষার্থীদের পুরস্কার বিতরনী ও সংশয় পত্র প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করলো বিজ্ঞান কর্মীরা,
এই দিন সংগঠনের পতাকা উত্তোলন এবং নরেন্দ্র দাভোলকরেন প্রতীকি ছবিতে ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করে এই অনুষ্ঠানের সূচনা করা হয়, জানা গিয়েছে এই দিন ৩৫০ জন সফল অভিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সংশয় পত্র,এই দিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি অমর ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডাঃ কালিপদ প্রধান, অভিজিৎ গোস্বামী, কানাইলাল সিং, চিরঞ্জিত রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ