জেলা সভাপতির সামনেই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি কলেজ।

0
242

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: জেলা সভাপতির সামনেই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি কলেজ। দু’পক্ষের মারপিটে গুরুতর জখম হয়েছেন দুই পড়ুয়া। সোমবার টিএমসিপির কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার শীতলকুচি কলেজে আসেন। দলের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় জমায়েতের প্রস্তুতি সভা ছিল তাদের। সেই কারণে জেলা সভাপতি এদিন কলেজে আসবেন,তা জানেনই না টিএমসিপি নেতা হিসাবে পরিচিত মমিনুর ইসলাম ও তাঁর সঙ্গীরা। এছাড়াও টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিট কমিটি গঠন নিয়েও ক্ষোভ ছিল জেলা সভাপতি ওপর।

অভিযোগ,শীতলকুচি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকার কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের মমিনুর ইসলামের অনুগামীরা গো- ব্যাক স্লোগান দেন। সেই সময় টিএমসিপির শীতলকুচি কলেজ ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মাসুম আক্তার ও তাঁর সঙ্গীদের সঙ্গে মমিনুর ও তাঁর সঙ্গীদের বচসা বাধে। বাঁশ দিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। জখম হন মমিনুর ইসলাম ও হাকিম মিয়াঁ নামে দুই ছাত্রনেতা।

ওই দুজন ছাত্রকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।পরে পুলিশ তড়িঘড়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে আহত ওই দুই ছাত্রের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে।

এ নিয়ে টিএমসিপির জেলা সভাপতি অনির্বাণ সরকার বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কলেজের কেউ না। কলেজের বদনাম মেনে নেওয়া যাবে না। বিষয়টি রাজ্যের নজরে দেব।’