নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার বগুলায় নোনাগঞ্জে দীর্ঘদিন ধরে রমরমা, জুয়ার বোর্ডের। অধিবাসীদের মতে অলিতে-গলিতে প্রকাশ্য ছেয়ে গেছে জুয়ার বুকি। । স্বেচ্ছাসেবী সংগঠন, বিরোধী রাজনৈতিক দল, সচেতন নাগরিকদের নানান ডেপুটেশন লিখিত অভিযোগ করেও নাকি মেলেনি ফল। অথচ বছরে দুই এক দিন তারা হঠাৎ অতি সক্রিয় হয়ে ওঠে। আজ ভোর রাতে পুলিশের এইরকমই এক অতি সক্রিয়তায়, তাদের হাত থেকে বাঁচতে জুয়া খেলতে আসা স্থানীয় কৃষ্ণ মন্ডল নামে পঞ্চান্ন বছর বয়সি এক ব্যক্তি দোতলার উপরে বসা জুয়ার ঠেক থেকে, দেয় মরণঝাঁপ। পাশেই ছিলো অর্ধ সমাপ্ত নির্মীয়মান একটি ঢালাইয়ের বেশ কিছু মরচে ধরা রড, যা ওই ব্যক্তির শরীরের নিম্নাঙ্গে বেশ কিছু অংশে ঢুকে মৃত্যু হয় ঘটনাস্থলেই । বিরোধীদের দাবি পুলিশের মদতেইতেই জুয়ার রমরমা, । কৃষ্ণনগর বগুলা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।
তারা বলেন নিয়মিত মাসহারা নিয়ে পুলিশ প্রশাসন এই অনুমতি দেয়, ভাগের অর্থ বাড়াতেই নাকি এই অভিযান ।
Home রাজ্য দক্ষিণ বাংলা পুলিশী হানায় জুয়ার বোর্ড থেকে, পালাতে গিয়ে, মরনঝাঁপ! রাস্তায় টায়ার জ্বালিয়ে এলাকাবাসীর...