পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দিনের পর দিন বানরের তাণ্ডব। বাঁদরের তাণ্ডবে আহত একাধিক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সাউথ গ্রামে বাঁদরের আক্রমণে আহত হন প্রায় ১০ জন। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগ, কাউকে একা দেখলেই তার ওপরে আক্রমণ চালাচ্ছে হিংস্র বাঁদরের দল। আহতদের মধ্যে বেশ কয়েক জনকে পটাশপুর দু’নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
আতঙ্কে ভুগছেন সাউৎখন্ড গ্রামের বাসিন্দারা। একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। একা পেলে তার ওপর আক্রমণ চালাচ্ছে হিংস্র বাঁদরের দল আতঙ্কে স্কুল পড়ুয়ারাও। বাঁদরের হাত থেকে রক্ষা পেতে অভিভাবকরা জোট বেঁধে লাঠি হাতে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিচ্ছেন। কৃষি নির্ভর এই গ্রাম এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। বন্ধ চাষের কাজ। ঘর বন্দী হয়ে দিন কাটাচ্ছেন কৃষকরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরা। তাঁদের আশঙ্কা বন দফতর সক্রিয় ভূমিকা না নিলে যে কোনও সময় আক্রমণ আসতে পারে যে কারওর উপর। আরো বড়সড় দুর্ঘটনা করতে পারে। বন দফতরের সজাগ দৃষ্টির দাবি তুলেছেন তারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বাঁদরের আক্রমণে আহত একাধিক,ভয়ে কাঁপছে পটাশপুরের সাউৎখন্ড এলাকার বাসিন্দারা।