মাতালদের মাতলামি রুখতে ঝাঁটা লাঠি হাতে এলাকার প্রমীলা বাহিনী।

0
185

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের ছিলিমপুর গ্রামের মহিলারা ঝাঁটা লাঠি হাতে নিয়ে দাপিয়ে বেড়ালেন প্রকাশ ঘাট সংলগ্ন এলাকা, তাদের অভিযোগ গ্রামের অদূরেই ঝোপঝাড়ে ভরা দারকেশ্বর নদের বিস্তীর্ণ চর। বিকেল হলেই সেখানে জায়গায় জায়গায় বসে পড়ে চোলাই মদের আসর যত রাত বাড়ে ততই বাড়তে থাকে আসরের সংখ্যা। বাইকে অথবা সাইকেলে করে চোলাই নিয়ে সেখানে হাজির হয় মদের চোরাকারবারিরা। পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে পুরুষেরা এই চরে এসে ডুবে যায় চোলাই মদের নেশায়। সেই মদ পান করেন এলাকার পুরুষরা, নেশাগ্রস্ত হয়ে বাড়িতে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার করে, এমনকি তাদের দাবি সারাদিন লেবার খেটে মাত্র ২০০ টাকা ইনকাম করে তারা, সেই টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বাড়ির পুরুষেরা মদ খাওয়ার জন্য । টাকা না দিলে ব্যাপক মারধর করে বাড়ির মহিলাদের । এমনকি তাদের অভিযোগ এই মদ খেয়ে প্রাণ হারানির মতো ঘটনাও ঘটেছে এলাকায় ধ্বংস হয়ে গেছে একাধিক পরিবার। পুলিশ প্রশাসনকে বারংবার জানিয়েও কোন সুরাহা হয়নি। যে কারণেই বাধ্য হয়ে বাড়ির কাজ-কর্ম সেরে ঝাঁটা লাঠি হাতে এলাকার মাতালদের শায়েস্তা করতেই বেরিয়ে পড়েছেন এলাকার প্রমিলা বাহিনী। এদিন বিষ্ণুপুর ব্লকের প্রকাশঘাট সংলগ্ন দারকেশ্বর নদীর চরে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় প্রমিলা বাহিনী ঝাঁটা লাঠি হাতে। অসৎ উদ্দেশ্যে যারা জড়ো হয়েছিল তাদের হটিয়ে দেয়। তারা জানাচ্ছেন এলাকায় যাতে পুলিশি নজরদারি বাড়ানো হয় এবং মাতালের উপদ্রব কমে।