নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা:- রেললাইনে পার করছিল হাতির পাল । সঠিক সময় ব্রেক কষে তাদের প্রাণ বাঁচালেন ট্রেন চালক বা লোকো পাইলট ও সহ লোকো পাইলট। রেল তরফে জানানো হয়, সোমবার বিকেলে সাড়ে ৫ টা নাগাদ হাসিমারা ও মাদারিহাটের মাঝে হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন পার করছিল। সেই সময় রেল লাইনে হাতির উপস্থিতি বুঝতে পেরে ট্রেনের ব্রেক কষেন ট্রেন চালক। ট্রেন চালকের এই ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলো ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার রেললাইনে পার করছিল হাতির পাল, সঠিক সময় ব্রেক কষে তাদের প্রাণ বাঁচালেন...