অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন পূর্ব বর্ধমান শাখার তরফে রেল ইন্সপেক্টর ইনচার্জ এর কাছে ডেপুটেশন দেওয়া হয়।

0
184

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন পূর্ব বর্ধমান শাখার তরফে রেল ইন্সপেক্টর ইনচার্জ এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। মূলত আরপিএফ এর হকার্সদের উপর অত্যাচারের প্রতিবাদে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয় সংগঠনের তরফে। জানা যায় নিত্যদিন কোন না কোন কারণে হকার্সদের ধরে ফাইন করা হয় ১২৫০ টাকা করে, আর যার ফলে অতিষ্ঠ হয়ে পড়ে হকার্সরা। মঙ্গলবার হকার্সদের সমস্যার কারণে উক্ত সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়। আগামীতে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি ও দেওয়া হয় তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফে।
আইএনটিটিইউসি পূর্ব বর্ধমান জেলার সভাপতি মোহাম্মদ সেলিম জানিয়েছেন, আরপিএফ-এর অত্যাচার চরম আকার ধারণ করেছে, আর তার জ্বালায় অতিষ্ট রেলের গরিব হকাররা। প্রতিদিন কোনো না কোনো কারণে হকার ভাইয়েদের ধরে ফাইন করা হচ্ছে গাদা গাদা টাকা। তাদের উপার্জন কতটা যে ১০০০-১২০০ করে ফাইন দেবে। আমরা আজকে ডেপুটেশন দিয়েছি,আশ্বাস পাওয়া গেছে, তবে সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।