নিজস্ব সংবাদদাতা, মালদা,২২ আগস্ট : উপভোক্তা বিষয়ক সচেতনতা নিয়ে ৪২ টি স্কুলের কনজুমার ক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে মালদা জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাধারণ মানুষের মধ্যে উপভোক্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের কনজুমার ক্লাবের সদস্যদের মধ্যে আয়োজন করা হয় প্রতিযোগিতার। বসে আঁকো প্রতিযোগিতা, স্লোগান রাইটিং এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দপ্তরের আধিকারিক সঞ্জয় প্রামাণিক বলেন, উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উপভোক্তাদের সচেতন করার লক্ষ্যে জেলার ৪২ টি স্কুলের কনজ্যুমার ক্লাবের সদস্যদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Home রাজ্য উত্তর বাংলা উপভোক্তা বিষয়ক সচেতনতা নিয়ে ৪২ টি স্কুলের কনজুমার ক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন...