বড়সড় দূঘটনা ফরাক্কা ব্রীজে উপরে, নিয়ন্ত্রণ হারিয়ে ১৪চাকার লরি ফরাক্কা ব্রীজে ডাউন লাইনে চলন্ত মালগাড়িকে ধাক্কা মারে।

0
139

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ ও মালদা:– বড়সড় দূঘটনা ফরাক্কা ব্রীজে উপরে । নিয়ন্ত্রণ হারিয়ে ১৪চাকার লরি ফরাক্কা ব্রীজে ডাউন লাইনে চলন্ত মালগাড়িকে ধাক্কা মারে। ইমারজেন্সি ব্রেক করে মাল গাড়ি চালক ডাউন লাইনে উপর দাঁড়িয়ে যায় ।। মঙ্গলবার ভোরের ঘটনা। জানা যায় মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল মাল গাড়িটি। লরিটিও মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। ফারাক্কা থেকে মালদার দিকে একটি ট্রাক্টর আসছিল।লরিটি ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে। তারপরেই তার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মাল গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চলাচল ব্যাহত হয়। ঘটনায় সিআইএসএফের ও পুলিশ কর্তারা রয়েছে।জানা গিয়েছে, এদিন মালদহ থেকে ফরাক্কার দিকে যাছিল মালগাড়িটি। অপরদিকে ১৪ চাকার লরিটিও মালদহ থেকে ফরাক্কার দিকেই যাচ্ছিল। সেই সময় ফারাক্কার দিক থেকে মালদহের দিকে একটি ট্রাক্টর আসছিল। ১৪ চাকার লরিটি ব্যারেজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই প্রথমে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। এরপরই পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। তাতেই রেলিং ভেঙে মালগাড়িতে গিয়ে ধাক্কা লাগে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ ও পুলিশের বড় টিম। লরি ও ট্রাক্টর দুই-ই একেবারে দুমড়ে গিয়েছে।