পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বাংলার শস্য বিমা নিয়ে কৃষকদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার শহর বর্ধমানে। অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের চাষীদের। মূলত পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া যে প্রিমিয়াম যেটা ভারতবর্ষে প্রথম সেই প্রকল্প হল শস্য বীমা প্রকল্প। মঙ্গলবার শস্য বীমা আওতায় থাকা চাষীদের নানান বিষয়ে বোঝানোর পাশাপাশি সচেতনতার বার্তাও দেয়া হয়। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার প্রায় পাঁচ লক্ষের মতো চাষী শস্য বীমার আওতায় নথিভুক্ত আছেন।
বাংলা শস্য বীমার আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই মূল লক্ষ্য সরকারের। এক কথায় কৃষকদের বিপর্যয়ের রক্ষাকবচ হল বাংলার শস্য বীমা প্রকল্পটি। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান চাষি ভাইয়েরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রায় সেই সবটা নষ্ট হয়ে যায়। তাই কোন ভাবেই যাতে কৃষকদের ক্ষতি নেয়া হয় সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকারের দেওয়া বাংলা শস্য বীমা প্রকল্প।
Home রাজ্য দক্ষিণ বাংলা বাংলার শস্য বিমা নিয়ে কৃষকদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার শহর বর্ধমানে।