রেগিং এর প্রতিবাদে বগুলা কলেজের প্রাক্তন ছাত্র গৌরব সরকার তৈরি করলেন রাখী।

0
377

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ-স্বপ্ন যার চিরতরে বিলীন। যাদবপুরের মেধাবী ছাত্রের আকস্মিক রেগিং এর জন্য তাজা প্রাণ চলে গেছে আর তার স্মৃতি কে মনে রাখতে রানাঘাট তালপুকুর পাড়ার ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্র বগুলা কলেজের প্রাক্তন ছাত্র গৌরব সরকার তৈরি করলেন রাখী ইতমধ্যে ১০টি রাখী তৈরি করেছেন নারকেল গাছ থেকে পড়ে যাওয়া ছোট কুড়ি দিয়ে এবং পাট দিয়ে তৈরি করেছে রাখী। প্রায় তিনদিন সময় লেগেছে এই রাখী তৈরি করতে। এই দশটি রাখী তার অঙ্কন শিক্ষক এবং খুব কাছের বন্ধু দের এই রাখী দেবে নিজে হতে। হটাৎ রাখী স্বপ্ন নাম লিখে তৈরি কেন? গৌরব সরকার বলেন সবার ই স্বপ্ন থাকে। ওই ছাত্রের স্বপ্ন ছিল আই, এস অফিসার হবে তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। এই রকম স্বপ্ন যেন আর শেষ না হয়, রেগিং এর বিরুদ্ধে গর্জে ওঠা এই ভাবনা নিয়ে করেছি। সামনেই রাখী উৎসব তাই নারকেল গাছ থেকে পরা কুড়ি দিয়ে, পাট,ও আঠা, সুপুরি দিয়ে তিনদিন ধরে ১০টা রাখী বানিয়েছি। এই রাখী গুলি আমার অঙ্কন স্যার ছাড়াও আমার খুব কাছের বন্ধু দের কে দেবো। আমি এই ভাবে একজন ভালো প্রতিভা অধিকারী যে রেগিং এর জন্য চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তার স্মৃতির উদ্যেশে রাখী নাম রেখেছি স্বপ্ন।