কাসাই নদীর উপর থাকা মেদিনীপুরের দেশপ্রান বীরেন্দ্র সেতু পরিদর্শনে আসেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।

0
318

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কাসাই নদীর উপর থাকা মেদিনীপুরের দেশপ্রান বীরেন্দ্র সেতু পরিদর্শনে আসেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার বলেন যে জাতীয় সড়ক আমাদের, সেতু রাজ্যের। তা সত্ত্বেও সেতু সংস্কারের উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। বর্তমানে জাতীয় সড়কের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। তা ব্রীজের টাকা কিনা তা নিশ্চিত না করলেও তিনি আশাপ্রকাশ করেন সেতুর কাজ হবে। কয়েক লক্ষ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন, তাই সেতুর স্থায়ী সমাধান জরুরী। একই সাথে তিনি দাবি করেন, যদি সেতুর সমাধান হয়ে থাকে, তাহলে ঠিক আছে। যদি না হয়ে থাকে চিঠি লিখুন, আর যদি আগে লিখে থাকেন সেই চিঠি প্রকাশ্যে নিয়ে আসুন।
অন্যদিকে কেন্দ্র-রাজ্য সংঘাত ইস্যুতে তিনি বলেন,
যে কোন উন্নয়নে রাজ্য সরকারের একটা পারসেন্টেজ থাকে। কিন্তু এই সরকার কিছু না করে শুধু নাম কামাতে চাই। সেই জন্য এই ঘটনা। পাশাপাশি মেদিনীপুরের তাঁতিগেড়িয়া তে জ্যাম এই ব্যাপারে তিনি বলেন আন্ডার পাস হবে, সার্ভে হয়েছে। কেন্দ্রীয় প্রজেক্টের মধ্যে আমাদের মেদিনীপুরের নাম আছে, পাশাপাশি নাম আছে বেলদার। এই সমস্ত স্টেশনে উন্নয়ন হবে। অন্যদিকে এবছর পূজোতে রাজ্যের তরফে রাজ্যের প্রতিটি রেজিস্ট্রেশনপ্রাপ্ত পুজো কমিটিদের জন্য ৭০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার, সেই বিষয় নিয়ে এই দিন দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দান খয়রাতি করে ভোট কিনবেন, উন্নয়ন কিছু করবেন না। চাকরিও দিতে পারবেন না। ডেভেলপমেন্ট নেই। কে ৭০ হাজার টাকা ওনার কাছ থেকে চেয়েছে? ৫০০ বছর ধরে দুর্গাপুজো সাধারণ মানুষের টাকায় হতে পারলে আরো কয়েক বছর হতে পারবে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড নিয়ে তিনি বলেন,অনেকদিন ধরে চলছে। মন্ত্রী, রাজ্যপাল হেনস্থা হয়, কিন্তু কেউ হাত দেয় না। আজকে রাজ্য সরকারের টনক নড়েছে। বহু গরীব মেধাবী পড়ুয়া এখানে পড়তে আসে, সেটাকে বরবাদ করা হচ্ছে। পাশপাশি তিনি বলেন চন্দ্রযান ৩ সফল হবে শুধু ভারত নয়, সারা বিশ্ব এইদিকে তাকিয়ে আছে।