নিজস্ব সংবাদদাতা, পঃ মেদিনীপুরঃ– চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় যজ্ঞ করলেন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিজেপি কর্মীরা।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান-৩। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে পৌঁছবে সেই অপেক্ষায় রয়েছে সারাদেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্টল্যান্ডিং করবে চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম। এবার চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় যজ্ঞ করলেন খড়গপুরের বিজেপি কর্মীরা। আজ খড়গপুরের বিজেপির মধ্য মন্ডলের কার্যালয়ে যজ্ঞ শুরু হয়। যজ্ঞ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মধ্য মন্ডলের সভাপতি শ্রী রাও জানান, আজ চন্দ্রযান ৩ ভালোভাবে যাতে ল্যান্ডিং করে। সেই সাফল্য কামনা করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে যজ্ঞ করেছি।