তুফানগঞ্জে প্রতিবন্ধীদের দেওয়া হল ট্রাই সাইকেল, হুইল চেয়ার।

0
150

তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:-  দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ ২ নং ব্লক আধিকারীকের কাছে তাদের দাবি ছিলো প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করার জন্য। আর সেইমতো তুফানগঞ্জ ২ নং ব্লক আধিকারীক প্রসেনজিত কুন্ডু কোচবিহার জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করেন। অবশেষে আজ তুফানগঞ্জ ২ নং ব্লকের হলঘরে আনুষ্ঠানিক ভাবে ব্লক এলাকার বিভিন্ন প্রতিবন্ধীদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কোচবিহার জেলার জেলা শাসক পবন কাদিয়ান।
এই অনুষ্ঠানে উপস্হুত ছিলেন, কোচবিহার জেলা শাসক, মহকুমা শাসক বাপ্পা গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া সহ সভাপতি নিরঞ্জন সরকার সহ অন্যান্যরা কর্তা ব্যক্তিরা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন প্রায় ১৮৯ জন প্রতিবন্ধীদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। যা পেয়ে তাদের অনেক উপকার হয়েছে ।তাদের প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে তারা খুবই খুশি।
আর এই প্রসঙ্গে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন যে,আজকে আমরা তুফানগঞ্জ দুই সমষ্টির উন্নয়ন আধিকারিক এর ভবনে রয়েছি। এখানে একটি অনুষ্ঠান করা হচ্ছে বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামগ্রী বিতরণের অনুষ্ঠান যেখানে তুফানগঞ্জ এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তাদের জীবনকে একটু সহজ করে তোলার জন্য যেখানে রয়েছে ট্রাই সাইকেল হুইল চেয়ার কানে শোনার যন্ত্র আরো বিভিন্ন সামগ্রী। আর তারা আজকে প্রায় দেড়শ জন লোককে এই সমস্ত সামগ্রী প্রদান করেছে।
আর তাদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি যার হাঁটাচলায় সমস্যা হতো তিনি জানিয়েছেন এই ট্রাই সাইকেল পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং তার জীবনে চলার পথে এটি অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যেটি তার কাছে এতদিন ছিল না আর আজ সে সেটা পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছে। একইভাবে বেশ কিছু মানুষদের সাথে কথা বলে এটাই জানা গেছে তারা এই জিনিসগুলো পেয়ে যথেষ্ট খুশি।