মানদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা ডি এস এর উদ্যোগে জেলার কৃতি খেলোয়ারদের সম্বর্ধনা। মঙ্গলবার রাতে মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সহ-সভাপতি সোমেস চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দুলাল সরকার, কাউন্সিলর শুভময় বসু, সুব্রত সর্দার, প্রাক্তন খেলোয়াড় সহ অন্যান্যরা।
গত কুড়ি আগস্ট মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৫ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা। সেই খেলায় হাওড়াকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালদা জেলা। জয়ী দলের সমস্ত খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি রাজ্য স্তর এবং কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিভাগে জয়ী হয়ে মালদা জেলার মুখ উজ্জ্বল করেছে এমন কৃতি খেলোয়াড়দেরও সম্বর্ধনা দেওয়া হয়। খেলোয়াড়দের উত্তরীয় পরিয়ে খেলা সামগ্রী উপহার দেওয়া হয়। মনবল চাঙ্গা করতে কৃতি খেলোয়াড়দের উপহার দেওয়ার উদ্যোগ নেন মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দুলাল সরকার।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, খেলার মান উন্নত করতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ছেলে-মেয়েরা রাজ্য এবং কেন্দ্রস্থরে অংশগ্রহণ করে ভালো ফল করছে। এদিন জয়ী ফুটবল দল এবং অন্যান্য কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। দুস্থঃ খেলোয়াড়দের যদি কোন অসুবিধা হয় তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।