দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-
সিক লাইন ও পিট লাইনের কাজ বালুরঘাট স্টেশনে শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই কাজের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট স্টেশন পরিদর্শনে এলেন বুধবার দুপুরে৷ উল্লেখ্য দীর্ঘদিন বালুরঘাট রেল স্টেশনে সিক্স লাইন ও পিক লাইনের কাজ চলছে এই কাজ বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই সব খতিয়ে দেখেন তিনি৷ পাশাপাশি বালুরঘাট স্টেশনকে ইতিমধ্যেই ভারতীয় রেল মন্ত্রক অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা করেছে। এছাড়া সেই কাজ কবে নাগাদ শুরু হবে সেই সব বিষয় তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। বর্ষা কালের জন্য দীর্ঘদিন ধরেই সিক্স লাইন ও পিক লাইনের কাজ অত্যন্ত ধীর গতিতে কাজ হচ্ছে বলেই ডিআরএম জানিয়েছেন। পাশাপাশি বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জমি দাতাদের টাকা দেবার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
Home রাজ্য উত্তর বাংলা সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট স্টেশন পরিদর্শনে।