গোটা মালদা জেলার সঙ্গে কালিয়াচক-১ নম্বর ব্লকেও বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানরা।

0
286

নিজস্ব সংবাদদাতা, মালদা:—গোটা মালদা জেলার সঙ্গে কালিয়াচক-১ নম্বর ব্লকেও বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানরা। এদিন কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করেন বাখরপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল কমিটির সহ-সভাপতি এস মোহাম্মদ খানের স্ত্রী রোহিমা হোসেন। উপপ্রধান হিসাবে দায়িত্ব নেন দলের অঞ্চল কমিটির আর এক সহ-সভাপতি কামাল হাসানের স্ত্রী মেহেরুন নেসা। নয়া প্রধানের দায়িত্ব গ্রহণ পর্বে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক, নির্মাণ সহায়ক, সচিব-সহ অন্যান্যরা। নতুন প্রধানকে পুষ্পস্তবক দিয়ে বরণ করার পাশাপাশি হিসেবপত্র বুঝিয়ে দেন পঞ্চায়েত কর্মীরা। গয়েশবাড়ি এলাকার নিকাশি সমস্যার বেহাল দশার বিষয়টি স্বীকার করে নিয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তৃণমূলের নতুন প্রধান রোহিমা হোসেন। পানীয় জলের সমস্যাটিকেও অগ্রাধিকার দেন রোহিমা হোসেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে ঝাঁপিয়ে পড়ার আশ্বাস দেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের নয়া প্রধান রোহিমা হোসেন। এদিন তৃণমূলের অঞ্চল সহ -সভাপতি হোসেন আলি মণ্ডল তোলাবাজি, মস্তানি ট্যাক্স বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।