কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করার অভিযোগ এলাকার নির্দোষী যুবকদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। সেই নির্দোষী যুবকদের মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শীতলকুচির সংযোগস্থল উপেন বর্মন সেতু সংলগ্ন এলাকায়। ওই ঘটনার খবর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলখুচি থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তারা।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে আটক করে এলাকাবাসীরা। এমনকি ওই চোর সন্দেহ যুবককে মারধরও করা হয়। তারপর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। কিন্তু চোর সন্দেহে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়ার পর সেই রাতেই পুলিশ এসে এলাকার দুজনকে তুলে নিয়ে যায়। আজ ফের এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ এলাকাবাসীদের।
পাশাপাশি তাদের দাবি, যাদের পুলিশ তুলে নিয়ে গিয়েছে তাদের মুক্তি দিতে হবে সেই দাবিতে আজ এই পথ অবরোধ। যতক্ষণ তাদের মুক্তি মিলবে না ততক্ষণ পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন বলেও জানান। মুক্তি না দিলে ফের তারা পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আটক গ্রামবাসীরা।