নিজস্ব সংবাদদাতা, মালদার- প্রতিদিনের মতো এদিনও গরু ও মোষ নিয়ে নদী পারতে গিয়েছিল এক ব্যাক্তি। গরু ও মোষ নিয়ে সাঁতার দিয়ে নদী পার করতে গিয়ে এক ৪৯ বছরের ব্যাক্তি জলে তলিয়ে গিয়ে মৃত্যু, ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামনগোলা ব্লকের ডাকাত পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার আনুমানিক ১০টা নাগাদ পরমেশ্বর সরেন (৪৯) নামের এক ব্যাক্তি তার মোষ নিয়ে সাঁতার দিয়ে ধর্মডাঙ্গা এলাকা দিয়ে টাঙ্গন নদী পার করতে গিয়ে তলিয়ে যায় বলে অনুমান।ওই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই ব্যাক্তির খোজ শুরু করে স্থানীয়রা প্রায় ২ ঘন্টা পর নদী থেকে মৃত্যুদেহ উদ্ধার করেন এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে বামনগোলা থানার আইসি। আইসি শংঙ্কর সরকার এসে দেখেন, পরবর্তীতে ওই মৃতদেহ স্থানীয় বাসিন্দারা কেউ হাত দেন না, তৎক্ষণাৎ বামনগোলা থানার আইসি শংকর সরকার ঘটনাস্থল থেকে নিজের হাতে ওই মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন- বামনগোলা থানার আইসি নিজের হাতে ওই মৃতদেহ গাড়িতে তোলেন , এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যাক্তি নাম পরমেশ্বর সরেন বয়স (৪৯) বাড়ি ডাকাতপুকুর এলাকায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো পর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।