দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এক ভিন্ন স্বাদের ছবি ধরা পড়লো।

0
171

দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- নতুন রূপে নতুন ভাবে দেশ সঝছে!। এমনি দাবি করছে সরকার কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে যেনো এক ভিন্ন স্বাদের ছবি ধরা পড়লো। ঝড় জল বৃষ্টি রোধ কোনো কিছুই যেনো এদের কে হার মানাতে পারে না। মাথার ওপরের নেই কোনো শেড। খোলা আকাশের নিচেই যেনো দাড়িয়ে ওই ঘড়ির কটার দিকে তাকিয়ে থাকতে হয় কখন অফিস খুলবে!!?। রীতিমত দুর অবস্থার সাথে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। পরিজায় শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেনো এই দুরঅবস্থার শিকার হয়েছে। বেশ কিছু মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে, বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনের ছবিটা ঠিক যেনো কোনো মেলার রূপ নিয়েছে!!। প্রতিদিন ঝড় জল বৃষ্টি রোধ কে মাথায় করে পোস্ট অফিসের সামনে দাড়িয়ে রয়েছে কয়েকশ সংখ্যক মানুষ।এই পরিসংখ্যান যেনো দিন দিন বেড়ে চলেছে। লক্ষ করাগেছে প্রতিদিন ভোর ৩ টে থেকে লাইনে দাড়িয়ে থাকে কয়েকসো মানুষ, বেলা যত বারে মানুষের সংখ্যাও একের পর এক বাড়তে থাকে। কেউ বা আদ্ধার কার্ড ঠিক করবে তো আবার কেউ জিরো ব্যালেন্সের বই করবে। কিন্তু এই লাইন বাড়তেই থাকে। অফিসে নেই যথা পরিসংখ্যক স্টাফ যায় দরুন এই হেনস্তার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এক ব্যাক্তি জানায় “অফিসে সঠিক সংখ্যক অফিস কর্মী নেই , নেই কোনো সঠিক বেবস্থা যার দরুন প্রতিদিন এই ভাবে আমাদের হেনস্তা হতে হচ্ছে। পোস্ট অফিস থেকে কোনো শেডের বেবস্থা করেনি, খোলা আকাশের নিচে দাড়িয়ে থাকে সবাই। প্রতিদিন ভোর থাকতে আমরা এসে লাইনে দারাই আমাদের কাজ করানোর জন্য কিন্তু কোনোদিন হয় তো আবার কোনোদিন হয়না। পোস্ট অফিস থেকে ঘুরিয়ে দিলে পর দিন এসেও হয় না কাজ”। কবে হবে সুরাহা কবে ডিজিটাল ভারতের স্বাদ পাবে দেশ বাসি এখন এই কোথায় নারা দিচ্ছে সাধারণ মানুষের মনে।