নবদ্বীপ পঞ্চায়েত সমিতি পরিচালিত , লজে গৃহবধুর রহস্য মৃত্যু, স্বামী পরিচয় আসা যুবক পলাতক।

0
159

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার নবদ্বীপ পঞ্চায়েত সমিতি পরিচালিত লজ নীলাচলে আজ সকালে হোটেলের ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
হোটেলের কেয়ারটেকার অসীম ঘোষ জানান, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ নাকাশিপাড়া এলাকার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পূর্ণিমা সরকার আনুমানিক ৩৫ বছর সঞ্জয় সরকার আনুমানিক ৪০ বছর বয়সি দুজন ভাড়া নেন একটি ঘর।
আজ সকালে আনুমানিক সাড়ে ছটা নাগাদ, ওই ভাড়া দেয়া ঘরের দরজা কিছুটা ফাঁক করা থাকে সেখান থেকেই দেখা যায় মহিলা একা শুয়ে আছে যুবক নেই এরপরে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দেখা যায়, ওই মহিলার গলায় নখের দাগ আছে, মুখ দিয়ে সামান্য রক্তপাত হয়েছে এবং জীব সামনের দিকে কিছুটা বের হওয়া।
সাথে সাথে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে, তারা এসে জানতে পারেন, সিসি ক্যামেরা বিহীন ওই হোটেলে নাম ঠিকানা লেখা থাকলেও পরিচয় পত্রের জেরক্স রাখা হয়নি। মৃতদেহ নিশ্চিত করতে নবদ্বীপ থানার পক্ষ থেকে, নিয়ে আসা হলে
চিকিৎসকের কাছ থেকে জানা গেছে প্রাথমিকভাবে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলেই অনুমান করা যাচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের ব্যবস্থা করছে নবদ্বীপ থানার পুলিশ। অন্যদিকে, নাকাশিপাড়ায় তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তবে পলাতক ঐ যুবকের খোঁজ এখনো পাওয়া যায়নি। ঠিক কি কারনে এই খুন তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।