বিষাক্ত খাবার খেয়ে মৃত সপ্তম শ্রেণীর ছাত্র, গুরুতর অসুস্থ তিন।

0
299

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার লেগো পঞ্চায়েতের ফুটিডাঙ্গা গ্রামে একটি পরিবারের চারজন সদস্য পান্তা ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ে । তড়িঘরি গ্রামবাসীরা তাদেরকে নিয়ে কোতুলপুর গ্রামীণ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করে। হসপিটালে কর্তব্যরত চিকিৎসক বলেন বিষাক্ত খাবার খেয়েই শারীরিক সমস্যায় পড়েছে এই পরিবারের সদস্যরা। তাদের শারীরিক অবনতি দেখে গ্রামীণ হসপিটাল থেকে বিষ্ণুপুর মহাকুমা হসপিটালে স্থানান্তরিত করা হয়।গতকাল ওই পরিবারের সদস্য বিধান সরেন চাতরা জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গতকাল সন্ধ্যা নাগাদ মারা যায়। শুক্রবার দুপুর নাগাদ মৃতদেহটি ফুটিডাঙ্গা গ্রামে আনা হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া।এখন পর্যন্ত পরিবারের তিন সদস্য হসপিটালে চিকিৎসাধীন বলে জানা গেছে।