কৃষ্ণনগর এসডিও কোর্টে উকিলদের মধ্যে ব্যাপক মারপিট, ভীত সন্ত্রস্ত বিচার প্রার্থীরা, এরকম ঘটনা বরদাস্ত করা হবে না জানালেন এসডিও সদর।

0
127

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগর এসডিও অফিসে এসডিও কোর্টের সামনে আজ উকিলদের মধ্যে ব্যপক মারপিট হয়, যখন এসডিও কোর্টের কাজ চলছে শুনানির জন্য দূরদূরান্ত থেকে বিচার প্রার্থীরা এসেছেন এমন সময় দুই উকিলের মধ্যে মারপিট বেঁধে যায়। প্রথম দফায় স্থানীয়রা আটকে দিলেও কিছুক্ষণ পর আবার মারপিট হয় প্রায় তিন দফায় এই মারপিটের ঘটনা ঘটে। উপস্থিত বিচারপ্রার্থী, অফিসের কাজে প্রত্যন্ত গ্রাম থেক আসা মানুষ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে অবশ্য দুই উকিলই রনে ভঙ্গ দিয়ে এসডিও কোড ছেড়ে চলে যায়।তবে এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল, জেলা প্রশাসনিক ভবনে এসডিও কোর্টের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় বারবার মারপিট হচ্ছে। অথচ তা নিয়ন্ত্রণ করার মত পুলিশ নেই কেন? যে উকিল বাবুরা মানুষকে আইনের সাহায্য করেন, তারা কেন গভঃ অফিসে মারপিট করবে বলে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমজনতা। ঘটনার প্রত্যক্ষদর্শী সাকির আলী শেখের মতে কোনদিন এরকম ঘটনা আমি দেখিনি, সিনিয়র উকিল আর জুনিয়র উকিল মিলে এসডিও কোর্টের সামনে মারামারি করছে। আমি তো ভীষণ ভীত সন্ত্রস্ত। ঘটনাটি গোচরে আসার পরই এসডিও সদর চিত্রদীপ সেন রামধনু টিভির প্রতিনিধিকে জানান এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত, এবং এরকম কোন ঘটনা আমরা কোনভাবেই বরদাস্ত করব না তিনি আরো কঠোর ভাষায় বলেন দরকারে এই বিষয় নিয়ে বার অ্যাসোসিয়েশনকে জানানো হবে, প্রয়োজনে জেলার সিজিএমকে আমি জানাবো।