স্থায়ী সমিতি গঠন নিয়ে চরম উত্তেজনা, ভোট চলাকালীন ভোট বয়কট করে মাঝপথে বেরিয়ে গেলেন বিজেপি প্রতিনিধিরা।

0
324

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্থায়ী সমিতি গঠন নিয়ে চরম উত্তেজনা, ভোট চলাকালীন ভোট বয়কট করে মাঝপথে বেরিয়ে গেলেন বিজেপি প্রতিনিধিরা। তাদের দাবি তৃণমূলের হয়ে কাজ করছে ভিডিও। জোরপূর্বক ওপেন ভোট করাচ্ছেন তিনি। পাশাপাশি আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। নদীয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির ঘটনা। জানা যায় এদিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি পদ গঠন প্রক্রিয়া ছিল। সেই মতো ফুলিয়া বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে শুরু হয় গঠন প্রক্রিয়া। প্রথমে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয় তৃণমূল জোরপূর্বক ভাবে ব্যালট ছিনিয়ে নিয়েছে এবং নকল সই করে ভোট সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। এরপরেই দেখা যায় কিছুক্ষণ পর মাঝ পথে বিজেপির সাংসদ এবং বিধায়ক সহ প্রত্যেক জনপ্রতিনিধিরা বেরিয়ে চলে আসে। রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের হয়ে ভোট প্রক্রিয়া পরিচালনা করার চেষ্টা করছেন শান্তিপুরের বিডিও সাব্বির আহমেদ মোল্লা। তিনি বলেন ভিডিও নিজেই দায়িত্ব করে ওপেন ভোট করানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। সেই কারণে আমরা ভোট বয়কট করে বাইরে বেরিয়ে আসলাম। আমরা আগামী দিনে আদালতের দারস্ত হওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করল তৃণমূল। এ বিষয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, সংখ্যার নিজেকে আমরা অনেক বেশি ছিলাম। সেই কারণে আমাদের জয়লাভ সময়ের অপেক্ষা ছিল। বিজেপি নিজেদের ভেতর এই ঝামেলা সৃষ্টি করে মাঝপথে বেরিয়ে গেছে। ওরা কথায় কথায় বলে আদালতে যাব। আমরা নটি স্থায়ী সমিতি নিজেদের দখলে রেখেছি। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি শান্তিপুরের বিডিও।