উদ্যান পালন সপ্তাহ অনুষ্ঠিত হলো হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায়।

0
1382

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে হবিবপুর ফার্মস প্রডিউসার কোম্পানির সহযোগিতায় উদ্যান পালন সপ্তাহ অনুষ্ঠিত হলো হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায়। রাজ্যের বিভিন্ন ব্লকের পাশাপাশি এদিন হবিবপুর ও বামনগোলা ব্লকের চাষীদের নিয়ে উদ্যান পালন সপ্তাহ পালন করা হয়। হবিবপুর ব্লকের বক্সিনগর এলাকায় হবিবপুর ফার্মস প্রডিউসার কোম্পানির হল ঘরে। এদিন দুপুরে হবিবপুর ও বামনগোলার প্রায় ৬০ জন চাষীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। উদ্যান পালন সপ্তাহ উপলক্ষে মূলত চাষিদের বিনামূল্যে উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের চারাগাছ দেওয়া হয়, যেমন আম,কাঁঠাল,বেদানা,সফেদা নারকেল,লিচু, গোলমরিচ,সহ বিভিন্ন চারা গাছ ঐ চাষীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও এই উদ্যান পালন সপ্তাহ উপলক্ষে ওই চাষীদের বিশেষ প্রশিক্ষণ সহ সচেনতা শিবির করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ডেপোটি ডিরেক্টর হটিকালচার ডক্টর সামন্ত লায়েক, HFPC চেয়ারম্যান বিভূতিভূষণ মন্ডল, হবিবপুর ফার্মস প্রডিউসার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আনন্দ মৃধা,আইহো অঞ্চলের প্রধান বাসনা মন্ডল সহ বামনগোলার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।