আবদুল হাই, বাঁকুড়াঃ – পান্তা ভাত খেয়ে বাঁকুড়া জেলার ফুটি ডাঙ্গা গ্রামে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি দেখে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করার পথে ২৫শে আগস্ট ছোট ছেলে বিধান সরেন মারা যায়। এবার মৃত্যু হল বড় ছেলে বীরেন্দ্র সরেনের । সাথে পাঞ্জা লড়ছে পিতা বাদল সরেন ও চম্পা সরেন। খাদ্যে কি এমন বিষক্রিয়া হল যার ফলে দুজনের মৃত্যু ঘটলো যে আরো দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিষ্ণুপুর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ার ফলেই দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন এবং এলাকার মানুষ সঠিক তদন্ত করার দাবী জানাচ্ছে প্রশাসনের কাছে। খাদ্য বিষক্রিয়া নাকি অন্য কেউ শত্রুতাবশত খাদ্যে বিষ মিশিয়ে দিয়েছে তা তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।