পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে মধুচক্রের আসর এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। রবিবার এলাকা বাসী এবং মহিলারা ওই বাড়ি ঘিরে ফেলে বেশ কিছু মহিলা এবং পুরুষ আটকে রাখে। বেগতিক দেখে কয়েক জন পুরুষ এবং মহিলা ছুটে পালিয়ে গেলেও একটি রুমের মধ্যে তিনজন মহিলাকে আটকে রেখে চাবি লাগিয়ে দেয় মহিলারা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে তমলুক থানার পুলিশ। চাবি খুলে তিন মহিলাকে উদ্ধার করে। এলাকা বাসীর অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ির মধ্যে ৬ থেকে সাতটি রুম তৈরি করে মধুচক্রের আসর বসিয়েছিল ওই বাড়ির এক মালিক। শহরের মধ্যে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি করার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই অভিযুক্ত বাড়ির মালিকের এক বয়স্ক পরিবারের সদস্য জানান অনেক দিন ধরেই এই অবৈধ দেহ ব্যবসা শুরু করেছে। বারে বারে আমি তার প্রতিবাদ করলে আমার ভাই সে কথায় কর্ণপাত করেনি। আজ বাধ্য হয়ে এলাকা বাসী তীব্র প্রতিবাদ জানায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ব্যবসা এখানে না হয় তার প্রতিবাদ জানান। পুলিশ ঐ তিন মহিলাকে তমলুক থানায় নিয়ে যায়, এই ব্যবসার সঙ্গে আর কারা কারাযুক্ত তাদের খোঁজে জিজ্ঞাসাবাদ করছে তমলুক থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা দীর্ঘ দিনের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, রুমের মধ্যে মহিলাদের আটকে...