মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত পরিবারের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

0
291

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত পরিবারের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রতুয়া দুই নম্বর ব্লকের ককলামাড়ি হাই স্কুল এবং ইংলিশ বাজারের বিনোদপুর হাই স্কুলে দুই জায়গায় আলাদাভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে মৃত পরিবারের হাতে রাজ্য সরকারের দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পাশাপাশি বিধবাদের মাসিক ভাতা এবং ফ্যামিলি বেনিফিট হিসাবে এককালীন ৪০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। রতুয়া ২ নম্বর ব্লকের কোক্লামারি হাই স্কুল সেই এলাকার ১৬ জন মৃত শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং ইংরেজবাজারের বিনোদপুর হাই স্কুলে সাত জনের মৃতের শ্রমিকের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।
রেলের তরফ থেকে যেভাবে শ্রমিকের মৃতদেহ দায়সারা ভাবে রক্তাক্ত অবস্থায় পাঠানো হয়নি তার বিরুদ্ধে তীব্রভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়।