নিজস্ব সংবাদদাতা, মালদা,২৮ আগস্ট :- পূর্ব নির্ধারিত তারিখে উপ সমিতি গঠন না হওয়ার প্রতিবাদ জানিয়ে গ্রাম পঞ্চায়েতের দুই আধিকারিক কে ঘিরে অবস্থান বিক্ষোভ কংগ্রেস সদস্যদের।
পর্যাপ্ত পুলিশ না থাকায় হলো না শোভানগর গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন প্রক্রিয়া।
২৬ আসন বিশিষ্ট শোভানগর গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস দখল করেছে ১৫ টি আসন, তৃণমূল আটটি, একটি সিপিএম, একটি বিজেপি এবং একটি আসন দখল করেছে নির্দল। এককভাবে গ্রাম পঞ্চায়েত দখল করেছে কংগ্রেস।
কংগ্রেস সদস্যদের অভিযোগ, পূর্ব নির্ধারিত তারিখ ঘোষণা করা হয় ২৮ আগস্ট। এদিন উপসমিতি গঠন করার কথা ছিল। সমস্ত কংগ্রেস সদস্যরা উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত অফিসে। হঠাৎ পঞ্চায়েত অফিস থেকে জানানো হয় পর্যাপ্ত পুলিশ না থাকার জন্য বাতিল করা হয়েছে উপশমিতি গঠনের কর্মসূচি। এদিন ইংরেজবাজার ব্লকে মোট ৬টি গ্রাম পঞ্চায়েতে উপ সমিতি গঠনের দিন ধার্য করা হয়েছিল। শোভানগর গ্রাম পঞ্চায়েত যেহেতু কংগ্রেস দখল করেছে তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে স্থগিত করা হয়েছে উপ সমিতি গঠন প্রক্রিয়া। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে সেখানে গঠন হয়েছে উপ সমিতি। তারা বলেন যতক্ষণ না আগামী তারিখ ঘোষণা হবে ততক্ষণ তারা আধিকারিকদের ঘেরাও করে রাখবেন।
গ্রাম পঞ্চায়েতের একা আধিকরিক জানিয়েছেন, হঠাৎ করে তাদের কাছে একটি মেল আসে। পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে স্থগিত করা হয় শোভানগর গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন প্রক্রিয়া।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় অভিযোগ চাপিয়ে বাজার গরম করার চেষ্টা করছে কংগ্রেস।