কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারে নবম শ্রেণীর ছাত্রী হত্যার প্রতিবাদ কোচবিহার আদালতের সামনে বিক্ষোভ মিছিল করলো নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। সোমবার ধৃত পাঁচ অভিযুক্তকে কোচবিহার আদালতে তোলা হয়। সেই সময় আদালতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, কোচবিহার জেলা দায়রা জর্জ আদালতের সামনে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন। মূল অভিযুক্ত বাপ্পা বর্মন ও তার মা যেন কঠোর শাস্তি পায় সেজন্যই তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং যতক্ষণ না পর্যন্ত দোষীদের কঠোর শাস্তি হয়, ঠিক ততক্ষণ পর্যন্তই তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি সদস্যা নমিতা বর্মন।
উল্লেখ্যে, গত ১৮ জুলাই কালজানির বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। পরে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। দোষীদের কঠোর শাস্তি দাবিতে জেলাজুড়ে আন্দোলন হয়। এখনও জারি রয়েছে সেই আন্দোলন।