নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বেড়িয়ে তিনটি হাতি একপ্রকার তাণ্ডব চালায় ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। এদিন হাতির তাণ্ডবে মোট আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর।স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা আনুমানিক নয়টা নাগাদ তিনটি হাতি জঙ্গল থেকে বেড়িয়ে প্রথমে হানা দেয় দক্ষিণ দেওগাঁয়ের শরিফুজ্জামানের বাড়িতে।প্রথমে তাঁর ঘরের পাকা দেওয়াল ভাঙার চেষ্টা করে।দেওয়াল ভাঙতে ব্যর্থ হলেও দেওয়ালে ফাটল ধরিয়েছে।ঘরের একটি পাঁকা পিলারেও ফাটল ধরেছে।পাশাপাশি রান্না ঘর ও কলের পাড়ের বেড়া ভেঙে ফেলে হাতির পাল।সেখান থেকে বন কর্মীদের তাড়া খেয়ে হাতি আরো পশ্চিমে লোকালয়ে প্রবেশ করে।সেখানে গিয়ে রাজেন দাসের শোয়ার ঘরের বেড়া ভেঙে খাদ্যের সন্ধান করে।যদিও অল্পের জন্য স্ত্রী সহ বেচে যান রাজেন দাস।এরপর দক্ষিণ দেওগাঁও মেছেরটারি এলাকায় গিয়ে সেখানে ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত করে।ক্ষতিগ্রস্তরা হলেন সায়রা খাতুন,সহিদার রহমান, মোকসেদুল হক, আসাদুল হক, রফিউল হক, আব্দুল জলিল। তবে এই এলাকায় এই প্রথম হাতি হানা দেওয়ায় প্রচণ্ড আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বেড়িয়ে তিনটি হাতি তাণ্ডব চালাল ফালাকাটা ব্লকের...