পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – সোমবার বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, বর্ধমান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী , বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সাম সহ আরো অন্যান্য অনেকে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষণ চন্দ্র ঘরুই বলেন, পূর্ব বর্ধমান এ দক্ষিণ বিধানসভার এক নম্বর মন্ডলের পক্ষ থেকে মন্ডল সভায় আমরা সকলে সমবেত হয়েছি। এই দিনের মন্ত্র থেকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে সাথে সফল বিজ্ঞানীদের চন্দ্রযান সাফল্যকে কেন্দ্র করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সোমবার জনসভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দত্তপুকুর এর কান্ড নিয়ে তুমুল সমালোচনা করেন রাজ্য সরকারের। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, বাজে নিয়ে অভিযান শুরু হয়েছিল কিন্তু তারপরেও পনেরোর বেশি লোক মারা গেছে। লাশ গায়েব করে দেওয়া হয় সেটা সবাই জানে। এরপরে আমরা দেখব টাকার ব্যাগ আর চাকরি নিয়ে সেখানে ঢুকছেন, কাকে চাকরি দেয়া হবে আর কাকে টাকা দেয়া হবে মুখ বন্ধ করার জন্য । পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে আর তার জবাব লোকসভায় মানুষ দেবেন।