নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ইস্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে ঝুলন উৎসব। ইস্কন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ইস্কন মায়াপুরের ঝুলন উৎসব এবছর উনচল্লিশ(৩৯) তম বর্ষে পদার্পন করলো, যা চলবে আগামী ৩১ শে আগষ্ট, পূর্ণীমা তিথি পর্যন্ত,
আর এ কদিন প্রতিদিনি চলবে বিভিন্ন ধর্মিয় আচার অনুষ্ঠান, পাশাপাশি তিনি আরও জানান, পূর্ণীমার দিন রাখি পূর্ণীমার পাশাপাশি ওই দিনটির আলাদা আরও একটি গুরুত্ব রয়েছে, সেটা প্রভু বলরাম জয়ন্তী দিন হিসেবেও পালিত হয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি সারে আটটা পর্যন্ত ইস্কন মায়াপুরের গো শালার পাসে আয়োজন করা হয়েছে এই ঝুলন উৎসবের, বিকেল পাঁচ টায় চন্দ্রোদয় মন্দির থেকে নাম সংকির্তন সহযোগে রাধা,কৃষ্ণের মূর্তীকে নিয়ে জাওয়া হয় ঝুলন উৎসবের স্থানে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো ইসকন মায়াপুরের ঝুলন...