শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালে দুষ্কৃতীরা দ্বারা নিরাপত্তারক্ষিদের মারধরের অভিযোগ।

0
270

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালে দুষ্কৃতীরা দ্বারা নিরাপত্তারক্ষিদের মারধরের অভিযোগ। বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের ঘটনা। দুষ্কৃতীদের মারধরে জখম নিরাপত্তারক্ষিদের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনায় পুলিশি নিরাপত্তা জোরদার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি তুলেছেন চিকিৎসক নার্স ও কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যে নাগাদ অসুস্থত অবস্থায় এক শিশুকে পরিবারের লোকেরা জেলা হাসপাতালের এমার্জেন্সি নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের জন্য শিশুটির মৃতদেহ এমার্জেন্সির মর্গে রেখে দেয়। ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় পরিবারের লোকেদের মধ্যে।

ঘটনার কয়েক ঘন্টা পর রাত্রি 9 টা নাগাদ এক দল দুষ্কৃতী হাসপাতালে পৌঁছে গাফিলতির জেরে শিশু মৃত্যুর অভিযোগ তুলে গালিগালাজ শুরু করে। চিকিৎসকের মারধরের চেষ্টায় মদ্যপ দুষ্কৃতীরা সুপারস্পেশালিটি হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষিরা বাধা দেন। আর এতেই দুষ্কৃতীরা কর্তব্যরত নিরাপত্তারক্ষিদের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করে। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌছায়। কর্তব্যরত কর্মীদের মারধর করা হলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমশির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।