নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে দেখে চোর হটাও স্লোগান দিয়ে চাকরির টাকা ফেরত এর দাবি জানালেন স্থানীয় কয়েকজন যুবক।
সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কোতুলপুরের লাউগ্রামের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মীলমোড় সংলগ্নস্থানে বেশ কিছু মানুষ জড়ো হয় এবং সৌমিত্র খাঁ কে দেখামাত্রই চোর চোর স্লোগান তোলে এবং চোর হটাও দেশ বাঁচাও এই এই বলে চিৎকার করতে থাকে। পাশাপাশি স্থানীয়রা চাকরির টাকা ফেরত এর দাবি জানান। এই ঘটনায় রীতিমত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়
। সাংসদের নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেন।পরে অবশ্য সাংসদের গাড়ি গন্তব্যস্থলে দিকে রওনা হয়।স্থানীয় আমদহি গ্রামের দীপক গায়েন অভিযোগ করেন, ” ২০১৫ সালে চাকরির জন্য বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কে ৭ লাখ টাকা দিয়েছিলেন। তার মধ্য থেকে এক লাখ টাকা ফেরত দিলেও বাকি ৬ লাখ টাকা ফেরত দেননি। চাকরিও করে দেননি। স্থানীয়এক ব্যক্তি জানান এমপি কে হাত তুলে দাঁড় করানোর চেষ্টা করলেও তিনি দাঁড়াননি। গরু ছাগলের মতো ব্যবহার করেছেন। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে সৌমিত্র খাঁ বলেন, “এসব করেই ওরা পঞ্চায়েত ভোটে জিতেছে। তবে সৌমিত্র খাঁ এর রাস্তা আটকানো যায় না। তৃণমূলের গুন্ডাদের বলব এসব বাঁদরামি করে লাভ নেই। “