আলিপুরদুয়ার জেলা প্রশাসনের থেকে আ্যম্বুলেন্স পরিষেবা চালু হল ।

0
420

নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা:-  মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের থেকে আ্যম্বুলেন্স পরিষেবা চালু হল এদিন একটি আ্যম্বুলেন্স বাগানে দেওয়া হয় যেটা দেখভাল দায়িত্বে থাকবে বাগান কতৃপক্ষ । এদিন এক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এই আ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ বিশিষ্টজনেরা।
এদিন সাংসদ প্রকাশ চিকবড়াইক জানান এই আ্যম্বুলেন্স পরিষেবা আশেপাশের কয়েকটি চা বাগানে ও প্রদান করা হবে।