জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চাঁচলে।

0
157

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৯ অগাস্ট: জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চাঁচলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম সইদুল আলি (৩০)। বাড়ি চাঁচলের জালালপুর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চাঁচলের জালালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বলেও অভিযোগ।