ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা।

0
135

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ মালদা :—- ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে পাশে ঢুকে গেলো একটি মালবাহী ট্রাক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই ব্যারেজে যান চলাচল বন্ধ রয়েছে। রেল সুত্রে জানাযায়, একটি অ্যাম্বুলেন্স একটি লরি মালদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ফরাক্কা ব্যারেজের মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর লরিটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। তারপর লরিটি ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ড ধাক্কা মারে। তখন তিস্তা তোর্সা এক্সপ্রেস মালদা থেকে নিই ফরাক্কা স্টেশন আসছিল। এবং সেই সময় রেলিং গার্ড তিস্তা তোর্সা এক্সপ্রেস মেসেঞ্জার গায়ে লেগে জখম হয় দুই যাত্রী বলে জানাযায়। ফলে দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বড়সড় দুর্ঘটনারর হাত থেকে আপাতত রক্ষা মিলেছে। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি। ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সিআইএসএফ জওয়ান ও পুলিস প্রশাসন । উল্লেখ করা যেতে পারে, কয়েকদিন আগেও ফরাক্কা ব্যারেজে একই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরেই ট্রাকটিকে রেল লাইনের কাছ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রেল পুলিশ এর পক্ষ থেকে।