নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দত্তপুকুর বাজির বিস্ফোরণের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর কাঁচরাপাড়া এলাকার কয়েকটি বাড়িতে রানাঘাটা পুলিশ জেলা ও কল্যাণী থানা যৌথভাবে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে নিষিদ্ধ বাজি ও বারুদ। ঘটনায় আটক হয়েছে একজন। প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে চলছে এই সমস্ত কারবার। স্থানীয়দের কাছ থেকে কয়েকদিন ধরেই অভিযোগ জানানো হয়েছিল প্রশাসনকে, ওই এলাকায় অবৈধভাবে শব্দবাজি তৈরি ও বিক্রি হচ্ছিল। এদিন খবর পেয়েই অভিযান চালিয়ে এই সমস্ত বাজি ও বারুদ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। সামনেই শারদ উৎসব এবং দীপাবলিতে যেভাবেই হোক শব্দবাজি ও নিষিদ্ধ বারুদ কোন ভাবেই যেন এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য চলছে নজরদারি।
Home রাজ্য দক্ষিণ বাংলা শব্দবাজি নিয়ে করা পুলিশ প্রশাসন, দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিযান চালিয়ে...