দীঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা,মাছ দেখতে ভিড় মৎস্যজীবীদের।

0
1564

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা। এই দিন মৎস্যজীবীদের জালে ধরা পরল ৯ টি মাছ। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম চলছে। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে একটি মৎস্য ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায়। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দীঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম চলছে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মত সুজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ দর ওজন এর আগে দেখা যায়নি।