প্রাচীন গাছকে চন্দ্রযান ৩ রাখী পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হল কোচবিহারে।

0
285

কোচবিহার, ৩০ আগস্ট: প্রাচীন গাছকে চন্দ্রযান ৩ রাখী পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হল কোচবিহারে। কোচবিহার শহরের স্টেশন চৌপথি সংলগ্ন এলাকায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এই রাখি বন্ধন কর্মসূচি পালিত হয়। বুধবার এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে স্টেশন চৌপথি মোর এলাকায় প্রাচীন তল্লি গাছকে চন্দ্রযান ৩ রাখি পড়ানো হয়। পাশাপাশি পথ চলতি মানুষদের হাত রাখি পরিয়ে দেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা। এবং পথ চলতি সাধারণ মানুষের মধ্যে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন সেখানে ওই প্রাচীন গাছকে রাখি পড়ান স্বেচ্ছাসেবী সংগঠনের রিঙ্কি বিবি, সুলতানা বেগম, পিংকি রায়, জুলি রায় ও শান্তা চাকি সহ আরও অনেকে।
জানা গেছে, ২০২৩ সালে ১৪ জুলাই চন্দ্রযান ৩ যাত্রা শুরু হয়। তারপর আমাদের চন্দ্রযান ৩ চাঁদের দেশে গিয়ে পৌঁছায় ২৩ আগস্ট। এই দিনটা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি হয়েছে। সেই নতুন অধ্যায়কে স্মরণ করে রাখতে অভিনব উদ্যোগ নিয়ে চন্দ্রযান ৩ রাখি বানিয়ে সেই রাখি গাছকে পরিয়ে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেছে। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে সবুজকে রক্ষার বার্তা দিতেই এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্য পিংকি রায় বলেন, আমাদের দেশ ভারতবর্ষ চন্দ্রযান ৩ সাফল্য পেয়েছে। সেই সাফল্যকে স্মরণ করে রাখতে অভিনব উদ্যোগ নিয়ে চন্দ্রযান ৩ রাখি বানান হয়। সেই রাখি গাছকে পরিয়ে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেছে। কারন আমরা জানি গাছ বেঁচে থাকলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। সেই উদ্দেশ্যে কোচবিহার স্টেশন মোর লাগোয়া প্রাচীনতম রাজ আমলের গাছকে সুন্দর করে সাজিয়ে তাকে ভাই হিসাবে রাখি পড়ানো হয়েছে। তার সাথে পথ চলতে মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি চারা গাছের রাখি পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকেও রাখি পরিয়ে দেওয়া হয়েছে। সকল মানুষকে বোঝানো হয়েছে সুস্থভাবে বাঁচতে হলে একটি করে গাছ লাগান আমরা প্রতিবাদ সবুজ অরণ্য বাঁচানোর উদ্যোগ নিয়ে থাকি এবং লাগানোর চেষ্টা করি সেই উপলক্ষে আপনাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে।