রাখি বন্ধনের দিনে স্বনির্ভরতার অভিযানে উপ প্রধান, গাইলেন পুরানো সেই দিনের কথা।

0
118

আবদুল হাই, বাঁকুড়াঃ যে রাঁধে সে চুলও বাঁধে। আর্থিক অনটনকে সঙ্গী করেই জন সেবায় নিমজ্জিত মহিলা উপপ্রধান রাখি বন্ধনের দিনে স্বনির্ভরতার অভিযানে গাইলেন “পুরানো সেই দিনের কথা”, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা পঞ্চায়েত এর উপ প্রধান এর গানকে শরিক করেই পালিত হল রাখি বন্ধন কর্মসূচী।

শাস্ত্রমতে কিছু জটিলতা থাকলেও, বুধবার সাদরে বাঁকুড়া জেলার দিকে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সম্প্রীতি এবং সৌহার্দ্য রক্ষা করতে পালিত হয় রাখি বন্ধন। বাদ গেল না বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের উপপ্রধান এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের অধীনে করিশুন্ডা সবুজ সংঘের তরফ থেকে পালিত হল ঘরে ঘরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রাখার কর্মসূচি। যাতে প্রতিটি ঘরেই একজন করে নিজে উপার্জন করার মত ক্ষমতা সম্পন্ন স্বনির্ভর মহিলা থাকে সেই ব্রত নিয়ে এদিন রেলি করেন করিশুন্ডা সবুজ সংঘের মহিলারা। র‍্যালিতে যোগদান করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত উপ প্রধানও, তার গাওয়া “পুরানো সেই দিনের কথা” গান দিয়েই শুরু হয় এদিনের কর্মসূচি।