রাখি বন্ধন উৎসবে কন্যাশ্রীদের অভিনব উদ্যোগ।

0
114

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়াঃ রাখীবন্ধন বললেই সবার প্রথমে মনে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বাধীনতা সংগ্রামের এক অনন্য ইতিহাসের কথা৷ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাখী বন্ধনের মাধ্যমে সকলকে একসূত্রে বেঁধে ছিলেন তিনি। দিনে দিনে এই রাখীবন্ধন উৎসব জনপ্রিয়তা পেয়েছে।

বর্তমান সময়ে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কঠিন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই রাখী বন্ধন উৎসবের সকালে বিশেষ উদ্যোগ ## স্কুলের কণ্যাশ্রীদের। রবী ঠাকুরের আদর্শকে সামনে রেখে ইন্দাসের শিমুলিয়া, গোবিন্দপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হিন্দু-মুসলিম ভাইয়েদের হাতে রাখী বেঁধে দিলেন কণ্যাশ্রী বোনেরা। সঙ্গে ছিল মিষ্টি মুখের আয়োজনও।