নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে চন্দ্রযান ৩ বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা এছাড়াও বিভিন্ন যান্ত্রিক মডেল সাজিয়ে বিশেষ আকর্ষণ নদীয়ায়।
নদীয়ার বিরনগরের পাশে রাধানগর গ্রামের ঝুলনের মাঠে প্রায় ৫৭ বছর ধরে ঝুলন যাত্রা উৎসব পালন করে আসছে রাধানগর বয়েজ ক্লাব। যেখানে আকর্ষণীয় বিভিন্ন যান্ত্রিক মডেল সাজিয়ে করা হয়েছে ঝুলন। বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনাও তুলে ধরেছেন তারা, যেমন উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায়, সেখানেই পরপর দুটি ট্রেনের একাধিক বগি উল্টে গিয়ে প্রাণ যাই অসংখ্য মানুষের। আর সেই ট্রেন দুর্ঘটনার চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে তুলে ধরেন তারা, পাশাপাশি বিগত কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়েছে ভারত, চন্দ্রযান ৩ লঞ্চিং করে। এখন চাঁদের মাটিতে পা রেখেছে লন্ডার বিক্রম, আর সেই চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে সাজিয়ে তুলেছেন তারা। শুধু তাই নয়, অন্যান্য আকর্ষণীয় মডেলও লক্ষ্য করা যায় এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে। জানা যায় নদীয়ার তাহেরপুর থানার বিননগর সংলগ্ন রাধানগর গ্রামের যুবক বরুণ বিশ্বাস চন্দ্রযান ৩ ও সূর্যের কাছে গিয়ে পর্যবেক্ষণ করা লঞ্চার আদিত্য এলওয়ান দুটোতেই ওই যুবকের বড় অবদান রয়েছে, যেখানে বড় ভূমিকা রয়েছে ট্রাকিং করার। আর ওই যুবকের সাফল্যে গর্বিত হয়ে তারা এই ঝুলন যাত্রায় যান্ত্রিক মডেল হিসেবে বেশ কয়েকটি আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন। জানা যায় ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে প্রায় সাত দিন ধরে চলে মেলা, আর কাতারের কাতারে মানুষের ভিড় হয় ঝুলনযাত্রা দেখার জন্য।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে চন্দ্রযান ৩ বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা এছাড়াও বিভিন্ন যান্ত্রিক...