বর্ধমান শহরে বড় নীলপুর মোড়ে সিগন্যাল রুমের উদ্বোধনে জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন।

0
192

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বড় নীলপুল মোড়। এই রোড দিয়ে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক গাড়ির যাতায়াত আছে। কিন্তু এখানে কোন ছিল না সিগনালিং এর ব্যবস্থা ঘটে যাচ্ছিল দুর্ঘটনা। এখানে সিগনাল না থাকার জন্য যে সমস্যা হচ্ছিল সেটি নজরে আসে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিষ সেনের। তিনি ট্রাফিককে দায়িত্ব দেন ওখানে একটি সিগনাল রুম গড়ে তোলার জন্য। সেটি সম্পূর্ণ হওয়ার পর উদ্বোধনে আসেন জেলা পুলিশ সুপার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার কামনাশিষ বলেন, পুজোর আগে ট্রাফিকের বিভিন্ন কন্ট্রোলরুম ঢেলে সাজানো হবে। পাশাপাশি আমরা খোসবাগানে যে ওয়ান ওয়ে করেছি আমরা খোঁজ নিয়েছি তাতে সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে এবং প্রতিনিয়ত জেলা পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি বলেন, এসপি সাহেব আমাকে ফোন মারফত জানিয়েছিলেন যে বড় নীলপুর মোড়ে একটি সিগনাল রুমের দরকার আছে তারপরই ট্রাফিকের তরফ থেকে সেই কাজ শুরু হয়। তারই উদ্বোধন করলেন আজ এসপি সাহেব। পাশাপাশি গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা ট্রাফিকের পক্ষ থেকে করা হচ্ছে।