দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় সপ্তমবারের দুয়ারে সরকার শিবির।

0
265

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ থেকে বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে রাজ্যের পাশাপাশি দুবরাজপুরেও শুরু হল সপ্তমবারের দুয়ারে সরকার শিবির। এদিন দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় রঞ্জনবাজার হিন্দী প্রাথমিক বিদ্যালয়ে ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে শুরু হল দুয়ারে সরকার শিবির। এদিন এই শিবিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। সপ্তমবারের দুয়ারে সরকারে গোটা মাসজুড়ে রাজ্যে প্রায় ২ লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রধান লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু’টি পর্যায়ে চলবে এই শিবির। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, ওবিসিদের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই সমস্ত প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে ছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র সহ পৌর কর্মীরা।