নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ ১লা সেপ্টেম্বর শুরু হলো দুয়ারে ক্যাম্প।এদিন দুপুর বেলা দুয়ারে সরকার ক্যাম্পের ট্যাবলোর শুভ উদ্বোধন হলো মালদা জেলা প্রশাসন ভবনের সামনে।১লা সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক পরিক্রমা করবে এই ট্যাবলো।জেলা জুড়ে ৩৫৪১ টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক এছাড়াও থাকছে ভ্রাম্যমান শিবিরের ও ব্যবস্থা থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া,অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী,জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, সহ আরও অন্যান্য অধিকারিকরা।এদিন দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন করেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া এই দিন একটি ট্যাবলোও বের করা হয়। ট্যাবলোটির মাধ্যমেই শুভ উদ্বোধন হয়।এই ট্যাবলোটি বিভিন্ন দুয়ারের জেলার সরকারের ক্যাম্পে যাবে।গতবার দুয়ারে সরকার ক্যাম্পে ত্রিশ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। গতবারের দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের
যে জনহিতকর প্রকল্পের সুবিধা দেওয়া হতো তার সাথে এবারে যুক্ত হচ্ছে আরও ৪টি প্রকল্প। এর মধ্যে বার্ধক্যভাতা পরিষেবার পুরোনো নিয়ম শিথিল করা হয়েছে।এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন তাঁরা।এছাড়াও এবার দুয়ারে সরকার শিবিরে, পরিযায়ী শ্রমিকর নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এই শিবির থেকেই হবে।জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে নম্বর হল ০৩৫১২-২৫২০৫৮ । যেকোনো সমস্যায় ফোন করা যাবে উক্ত নাম্বারে।এই অনুষ্ঠান শেষ করে সোজা চলে যান মিল্কি এলাকায় একটি দুয়ারে সরকার ক্যাম্পে জেলা শাসক সেখানে সাধারণ মানুষ মানুষের সাথে কথা বলেন এবং কি কি সুবিধা পাচ্ছেন আমাকে কি পাচ্ছেন না সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেইসব সুবিধা পাই তার ব্যবস্থা করে দিলেন। পরে সেখান থেকে চলে যান মোথাবাড়ি সেখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় পানীয় জলের পাইপলাইন ব্যবস্থা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত ২০২৪ সালের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধ পরিকর মালদা জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসাবে কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি বাজার এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো। নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।
Home রাজ্য উত্তর বাংলা দুয়ারে সরকার ক্যাম্পের ট্যাবলোর শুভ উদ্বোধন হলো মালদা জেলা প্রশাসন ভবনের সামনে।