পুলিশ দিবসের দিনে কোচবিহার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা।

0
144

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্যের সাথে কোচবিহারে পালিত হল পুলিশ দিবস। আজ পয়লা সেপ্টেম্বর। এই দিনটিকে পুলিশ দিবস পালন করার ঘোষণা দেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই পুলিশ দিবস উপলক্ষে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে ২০০ জনের বেশি ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানির রাজ সহ বেশ কিছু পুলিশ পুলিশ আধিকারিকরা।
এদিন এবিষয়ে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, পুলিশ দিবস উপলক্ষে বেশ কিছুদিন ধরে কোচবিহার জেলার বিভিন্ন থানা তেই মোট ২০০০ এরও বেশি ছাত্র-ছাত্রী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখান থেকে জয়ী প্রতিযোগী ও প্রতিযোগীনীরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকের এই অঙ্কন প্রতিযোগিতা বিশেষ বিভাগ রয়েছে বলে জানান তারা।