নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে ভয়ংকর ডাকাতির ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে সেই পুলিশ আধিকারিকদের পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবসে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নান। সারা দেশজুড়ে পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করা হয়, ঠিক সেই দিনকে মাথায় রেখে পাঁচজন সাহসী পুলিশ অফিসার কে সাহসিকতার জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে। এদিন রানাঘাট থানার ic সঞ্জীব সেনাপতি, সাব ইন্সপেক্টর আলতাব হোসেন, সাব ইন্সপেক্টর জয়ন্ত ঠাকুর,বিশেষ ভাবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন কুমার রায় এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মলয় কুমার সাহাকে সংবর্ধনা দেওয়া হল রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে। শুধু পাঁচজন পুলিশ আধিকারিকী নন অন্যান্য কাজে দক্ষতার জন্য সংবর্ধনা দেওয়া হয় রানাঘাট পুলিশ জেলার তরফে। তাদের হাতে প্রশংসা পত্র তুলে দেন পুলিশ সুপার ডক্টর কে কান্নান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। পুলিশ দিবসের দিন পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন ছাড়াও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে। এদিন স্বাস্থ্য শিবিরের উদ্বোধনও করেন পুলিশ সুপারকে কান্নান।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাটে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলকে গ্রেফতার করা সেই পুলিশ আধিকারিকদের...